আমাদের শিক্ষকবৃন্দ
জনাব নন্দিতা চৌধুরী অধ্যক্ষ সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ জনাব মোঃ আব্দুল কাদের উপাধ্যক্ষ সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ
বিদ্যালয় সঙ্গীত
আল্লা’র রহমতেফু টি মোরা যত ফুল এই আমাদের সৃজনীট্রাস্ট কলেজএবং স্কুল ॥ ফুল ফোটাবার এই কাননে ত্যাগীকর্মীপ সাধনা যতনে, বেড়ে ওঠার স্বপ্ননিয়ে থাকি সদাই মশগুল। এই আমাদের সৃজনী ট্রাস্ট কলেজ এবং স্কুল ॥ এই খানে পাই মোরা শিক্ষা সুন্দর সুমহান জীবনের দীক্ষা, চলতে সঠিক পথে থাকবো অটল করবো না কভু ভুল। এই আমাদের সৃজনী ট্রাস্ট কলেজ এবং স্কুল ॥ আমরা আঁধারের প্রাচীর ভাঙ্গবো দিকে দিকে জ্ঞানের প্রদীপ জ্বালাবো, শপথের ঘাঁটি হতে নড়বো না কভু নড়বো
প্রতিষ্ঠাতার কিছু কথা

সম্মানিত অভিভাবক, আস্সালামু আলাইকুম। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার অগ্রযাত্রার বাহন হিসেবে শিক্ষাকে গ্রহণ করেছে। যে জাতিতার এ বাহনকেযত বেশি বেগবানকরেতুলতেসক্ষমহয়েছে সে জাতি তত বেশি লাভবান হয়েছেন। একটি জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যেই প্রতিফলিত হয় তার জাতীয় আদর্শ, মূল্যবোধ, সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক জীবন প্রবাহের ছবি, তার আশা আকাক্ক্ষা ও পরিকল্পিত ভবিষ্যত কর্মপন্থার পথ নির্দেশ। জাতীয় অগ্রগতি স্বার্থেই শিক্ষা ব্যবস্থাকে হতে হয় গতিশীল ও জীবন-মুখী। বর্তমানে জাতীয়
অধ্যক্ষের কিছু কথা

সম্মানিত অভিভাবক, আস্সালামু আলাইকুম । শিক্ষা মানুষের উদ্দেশ্যমুখী একটি সচেতনপ্রয়াস। শিক্ষা যেহেতু মানুষের সচেতন প্রয়াস সেহেতু যুগে যুগে শিক্ষাও বিশেষ লক্ষ্যের দিকে ধাবিত হয়েছে। সেই লক্ষ্য যদি হয় Preparation for Complete Living তাহলে তার গুরুত্বপূর্ণ পর্যায়হল উচ্চ মাধ্যমিক স্তরপর্যন্ত। এই স্তরে শিক্ষার্থীর প্রয়োজন শিক্ষক-অভিভাবকের সমন্বিত সঠিক নিদের্শনা ও আন্তরিক তত্ত্বাবধান। বর্তমান বিশ্বের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির বিষ্ফোরণের সাথে তাল রেখে দেশের উন্নয়নকে সঠিক গতিতে এগিয়ে নিতে
- Morning Shift08:00:00-12:00:00
- Day Shift12:00:00-15:30:00
Our Shift
Online Admission
Admission going on
Get admission from complete digital institute
Our institute are ready to serve you.
Mar 31, 2016
admin